✅ পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ করতে হবে।
✅ পণ্য অব্যবহৃত ও আসল প্যাকেজিংয়ে থাকতে হবে।
✅ ভুল, ক্ষতিগ্রস্ত বা মেয়াদোত্তীর্ণ পণ্য হলে রিটার্ন গ্রহণযোগ্য।
❌ ব্যক্তিগত কারণ (যেমন: পছন্দ হয়নি) বা ব্যবহৃত পণ্য রিটার্নযোগ্য নয়।
✔️ রিটার্ন গ্রহণ হলে ৫-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে।
✔️ মোবাইল ব্যাংকিং/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।
✔️ ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য।
❌ ব্যবহৃত বা খোলা পণ্যের জন্য রিফান্ড পাওয়া যাবে না।
আমরা চাই RupShoily-তে আপনার কেনাকাটা নিরাপদ ও আনন্দদায়ক হোক! 😊✨